আজ- শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরে নাক, কান গলা রোগীদের হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত

পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নে নাক, কান, গলা বিষয়ের রোগীদের জন্য ফ্রি হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ঢাকা অফিসার্স ক্লাবের স্বাস্থ্য সেবা উপ-কমিটির উদ্যোগে বুধবার দুপুরে কলাখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

হেল্থ ক্যাম্পের উদ্বোধন করেন পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। এ সময় পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ, দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু,  সদর থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল, কলাখালী ইউপি চেয়ারম্যান মো. দিদারুজ্জামান শিমুল, পুখুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনায়েত হোসেন খান, শাহনেওয়াজ সুমনসহ ইউপি সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফ্রি হেল্থ ক্যাম্পে ঢাকার মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক, কান গলা বিভাগের বিভাগীয় প্রধান, ঢাকা অফিসার্স ক্লাবের নির্বাহী সদস্য এবং স্বাস্থ্য সেবা উপ-কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটুসহ পিরোজপুরের স্থানীয় চিকিৎসকরা রোগী দেখেন এবং ব্যবস্থাপত্র দেন। এ সময় রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রধান করা হয়।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,সারাদেশ