আজ- বুধবার, ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরে নৌকার কর্মী সমর্থকদের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ

পিরোজপুর- ০২ আসনে নৌকা প্রতীকের প্রার্থীর কর্মী সমর্থকেরা নির্বাচনী মাঠে বিভিন্ন ধরণের গুজব ছড়াচ্ছে এমন অভিযোগে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে ঈগল প্রতীকের নির্বাচনী এজেন্ট। ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ এর নির্বাচনী এজেন্ট আব্দুল্লাহ আল মাসুদ রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহেদুর রহমান এর কাছে বুধবার লিখিত অভিযোগটি দায়ের করেন।

নৌকা প্রতীকের প্রার্থী জাতীয় পার্টি (জেপি-মঞ্জু) এর চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু’র পক্ষ থেকে নির্বাচনী মাঠে বিভিন্ন ধরণের গুজব ছড়ানো হচ্ছে অভিযোগ করে মাসুদ বলেন, ‘‘ভোটের দিন নৌকা প্রতীকের কর্মী ব্যতীত অন্যকোন নির্বাচনী এজেন্ট কিংবা ভোটারকে ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। এমনকি ভোটকেন্দ্র থেকে ভোটের ফলাফল ঘোষণা না করে, ভোটের ফলাফল রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ঘোষণা করা হবে।” এ ধরণের গুজব ছড়ানো হচ্ছে। এর মাধ্যমে নৌকা প্রতীকের প্রার্থীর কর্মীরা বুঝাতে চায় যে প্রশাসন স্ব-উদ্যোগে তাদের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে দিবে বলে উল্লেখ করেন মাসুদ। ভোটাররা যাতে এসব গুজবে বিভ্রান্ত না হয় এজন্য এসব গুজবের বিষয়ে নির্বাচন সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের আবেদন জানান তিনি।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,তথ্য প্রযুক্তি,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,রাজনীতি,সারাদেশ