আজ- শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে পিরোজপুরে শনিবার ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ২৬ হর্স, ৭ পদাতিক ডিভিশনের আয়োজনে এবং পিরোজপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ ম্যারাথন অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ৯টায় পিরোজপুর জেলা স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের কেন্দ্রীয় মসজিদ, সরকারি সোহ্রাওয়ার্দী কলেজ, বাইপাস সড়ক হয়ে পুনরায় জেলা স্টেডিয়ামে এসে (৫ কিলোমিটার পথ) ম্যারাথন শেষ হয়।
পিরোজপুর জেলা স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন’ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আলী আজম, প্রেসক্লাব সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম, পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী,  পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিব, প্রমুখ।
ম্যারাথনে সরকারী কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, বিএনসিসি, রোভার স্কাউট, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,মিডিয়া,লাইফস্টাইল,শিক্ষাঙ্গন,সারাদেশ