আজ- শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

“পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হোক গবেষণাবান্ধব ও আন্তজার্তিক মানের”

পিরোজপুর জেলায় নতুন অনুমোদনকৃত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি হোক শিক্ষা ও গবেষণার মূল সূতিকাগার। বিশ্ববিদ্যালয়টি নতুন নতুন জ্ঞান সৃষ্টির কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। একটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মানবিক মূল্যবোধ সৃষ্টি করে বিবেককে জাগ্রত করে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি হবে আধুনিক প্রযুক্তি নির্ভর। বিশ্ববিদ্যালয়ে থাকবে বহুমুখী শিক্ষার সুযোগ ও পূর্ণাঙ্গ আবাসিক সুব্যবস্থা। বিশ্ববিদ্যালয়টির আইনগত কাঠামো হবে মজবুত ও একাডেমিক কার্যক্রম হোক যুগযোপযোগি ও কর্মমূখী এসব বিষয়কে সামনে রেখে গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরি সিনেট ভবনের এলামনাই হল রুমে “পিরোজপুর জেলা বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরাম এর উদ্যোগে “কেমন দেখতে চাই স্বপ্নের পিরোজপুর বিশ্ববিদ্যালয়?” শীর্ষক এক আলোচনা ও মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। বিভিন্ন স্কুল, কলেজ ,বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা কেমন হওয়া উচিৎ একটি বিশ্ববিদ্যালয় এ বিষয়ে অনুষ্ঠানে তাদের অনুভুতি ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাইফ এন্ড আর্থ সায়েন্স এর ডিন প্রফেসর ড. কাজী সাইফুদ্দিন, মার্কেটিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোঃ জহির উদ্দিন আরিফ, পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোহাম্মদ সাইদুর রহমান; বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ মোঃ তারিকুল ইসলাম, বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ শাহিদুর রহমান ও পিপুল ইউনিভার্সিটির শিক্ষক মোঃ অহিদুজ্জামান মঈন, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ শিক্ষক মোঃ সাইফুল ইলাম, সরকারী তিতুমীর কলেজের শিক্ষক মোহাম্মদ জাহিদুল ইসলাম, এক্সেল একডেমিক শিক্ষক তাসলিম আহমেদ পুলক ও ঢাকা বিশ্ববিদ্যালরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে “পিরোজপুর জেলা শিক্ষক ফোরাম, ঢাকা” গঠনের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক মোঃ তারিকুল ইসলাম।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,ঢাকা বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,শিক্ষাঙ্গন,সারাদেশ