আজ- মঙ্গলবার, ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন

পিরোজপুরে ভূমি সেবা সপ্তাহের শুভ  উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) সকাল সাড়ে দশটা জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাব্বির সাজ্জাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিনুল ইসলাম, সদর উপজেলা ভূমি কর্মকর্তা (সহকারী কমিশনার ভূমি) মোহাম্মদ গোলাম মোস্তফা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম রায় চৌধুরী, পিরোজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প, স্মার্ট ভূমি সেবা, স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ সেবা, নামজারি ব্যবস্থা, ই-নামজারীর সরলীকৃত ধাপ সহ সকল ধরনের ভূমি সেবা  দ্রুত জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে বর্তমান সরকার।

এ সময় ভান্ডারিয়ার ভেরি বাঁধ প্রকল্পের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ ২৩ জনকে ১ কোটি ২৬ লাখ ৬০ হাজার ৯৬৮ টাকার চেক বিতরণ করা হয়।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,ফিচার,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,লাইফ স্টাইল,সারাদেশ