আজ- সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরে যুবসমাজের সাথে লন্ডনের রামসগেট মেয়রের মতবিনিময়

পিরোজপুর যুব সমাজের সাথে মতবিনিময় করেছেন লন্ডনের রামসগেট মেয়র রওশন আরা রহমান। শুক্রবার দুপুরে পিরোজপুর ইয়ূথ সোসাইটির আয়োজনে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পিরোজপুর ইয়ূথ সোসাইটির প্রধান সমন্বয়ক হাসিবুল ইসলাম হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিটি মেয়রের স্বামী ও লন্ডনের ব্যবসায়ী রেজাউর রহমান জামান, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক খালিদ আবু, পিরোজপুর ইয়ূথ সোসাইটির সমন্বায়ক মো: তামিম সরদার, রেজওয়ান ইসলাম সাজন, ফেরদৌস রহমান, আবীর হাসান, মাহাবুবুল আলম মুন্না, অমিত বিশ্বাস, সুরাইয়া আক্তার তন্বী, সাদিয়া জামান সসহ মেয়রের পরিবারের অন্যান্য সদস্য ও পিরোজপুর ইয়ূথ সোসাইটির অন্যান্য সদস্যবৃন্দ।

লন্ডনের রামসগেট সিটি মেয়র রওশন আরা রহমান বলেছেন, বাংলাদেশের যুবক-যুবতীরা অনেক মেধাবী, অনেক স্মার্ট। এ এ দেশেরে যুবক-যুবতীরা এই আচরণগুলোর কারনে উন্নত দেশের তুলনায় অনেক এগিয়ে যাবে। বাংলাদেশের অনেক উন্নয়নমূলক কাজকে বিশে^র বিভিন্ন দেশে রোল মডেল হিসেবে দেখে ঠিক তেমনি এ দেশের যুবক-যুবতীদের সামনে এগিয়ে যাওয়াকেও বিশে^র উন্নত দেশের যুবসমাজ রোল মডেল হিসেবে দেখবে।

অনুষ্ঠানে সমাজসেবায় বিশেষ অবদান রাখায় পিরোজপুর জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সালমা র হমান হ্যাপী , সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখায় জেলা উদীচী সাধারণ সম্পাদক মো: খালিদ আবু ও সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদকে সম্মাননা প্রদান করা হয়।পরে রামসগেট মেয়র রওশন আরা রহমান পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে একটি ফলজ গাছের চারা রোপন করেন।

 

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,ফিচার,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,লাইফ স্টাইল,সারাদেশ