আজ- সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্ত মেলা’র উদ্বোধন

পিরোজপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্ত মেলার উদ্বোধন করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে শহরের গোপালকৃষ্ণ টাউনক্লাব মাঠে জেলা প্রশাসনের আয়োজনে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্ত মেলার শুভ উদ্বোধন করেন জেলা মোহাম্মদ জাহেদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও প্রশাসন মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো: হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মনিরা পারভীন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট (নেজারত) আল এমরান খাঁন।

মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্ত মেলার উদ্বোধন শেষে জেলা প্রশাসক ও বিভিন্ন অফিসের কর্মকর্তারা মেলার স্টল পরিদর্শন করেনে। মেলার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, গুপূর্ত বিভাগ, সড়ক ও জনপদ বিভাগ, মৎস্য বিভাগ, ইসলামী ফাউন্ডেশন, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, টিআইব সহ সরকারী বেসরকারী ২৪ টি অফিসের কর্মকর্তা বৃন্দ তাদের কর্মকান্ডের বিষয়ে মেলায় সংক্ষিপ্ত বিবরনী তুলে ধরেন। মেলা চলবে আগামী ২৩ শে মার্চ পর্যন্ত।

 

 

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,ফিচার,বরিশাল বিভাগ,বিনোদন,ব্রেকিং নিউজ,মিডিয়া,শিক্ষাঙ্গন,সারাদেশ