আজ- রবিবার, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরে ৫ দিনব্যাপী বিসিক শিল্প মেলার উদ্বোধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমাননের জন্মশত বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে (০৫) পাঁচদিনব্যাপী ‘বিসিক শিল্প মেলা’ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর জেলা অফিসের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও দি পিরোজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সহযোগীতায় এ মেলার আয়োজন করা হয়। ফিতা কেটে বিসিক শিল্প মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিসিকের উপ-ব্যবস্থাপক মিল্টন চন্দ্র বৈরাগী এর সভাপতিত্বে এছাড়াও বক্তব্য রাখেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড: এম এ হাকিম হাওলাদার, দি পিরোজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টি এর পরিচালক মো: মহিউদ্দিন আকন।
১৮মার্চ থেকে আগামী ২২ মার্চ পর্যন্ত মেলা চলবে। মেলায় বিসিকের ঋণ ও প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের তৈরি ক্ষুদ্র ও কুটিরজাত সামগ্রীসহ উদ্যোক্তারা মোট ৫০টি স্টলে নিজেদের তৈরি পণ্য সামগ্রী নিয়ে সাজিয়েছেন। প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এ মেলা সকলের জন্য উন্মক্ত থাকবে। তবে সকলের জন্য উন্মক্ত হলেও সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনেই চলার আহ্বান জেলা প্রশাসনের।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,সারাদেশ