আজ- শনিবার, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম মন্টুকে রাষ্ট্রীয় মার্যদায় দাফন

পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম মন্টু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

মঙ্গলবার রাতে জেলা শহরের শেখপাড়াস্থ নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার যোহরবাদ শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের ঈদগাহে মরহুমের জানাজা শেষে পৌর গোরস্থানে মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত স্থানে মরহুমকে দাফন করা হয়।

জেলা যুবদলের দপ্তর সম্পাদক ইকবাল আহম্মেদ সবুজের বাবা বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম মন্টু রাজনীতির সাথে সামাজসেবা ও মুক্তিযোদ্ধা সংসদের নেতৃত্ব দিয়েছেন। বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম মন্টু’র মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।

জানাজা নামাজের আগে পিরোজপুর সদর ইউএনও বশির আহমেদের নেতৃত্বে মরহুমকে রাষ্ট্রীয় মার্যদা দেয়া হয়। এ সময় পুলিশের একটি চৌকসদল মরহুমের প্রতি গার্ড অব অনার প্রদান করে।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,রাজনীতি,সারাদেশ