আজ- শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বুলবুলে ক্ষতিগ্রস্থ সকলকে সরকারিভাবে সহায়তা করা হবে —-গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ক্ষতিগ্রস্থ সকলকেই সরকার সাধ্যমত সহযোগীতা করবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এডভোকেট শ. ম. রেজাউল করিম (এমপি)। মঙ্গলবার পিরোজপুর সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণকালে মন্ত্রী একথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত। আওয়ামী লীগ সরকার সব সময়ই দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়িয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, দুর্যোগে যাদের ঘর ভেঙে গেছে, তাদের সকলেরই ঘর তৈরি করে দেওয়া হবে।
এ সময় পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে পিরোজপুরে ৪ হাজারেরও বেশি ঘরবাড়ি, প্রায় ৫০ হাজার কৃষকের প্রায় সাড়ে ৩ হাজার হেক্টর জমির ফসল এবং দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া উপড়ে ও ভেঙে গেছে ৫ লক্ষাধিক গাছপালা।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,রাজনীতি,সারাদেশ