আজ- শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভান্ডারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীর পেট থেকে ইয়াবা উদ্ধার

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব এসিস্ট্যান্ট লিটন মালি (২৫) এর পেট থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে তাকে গ্রেফতার করে পুলিশ। লিটন মালি উপজেলা সদরের দিপক মালির ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বেলা ১১টার দিকে ভান্ডারিয়া ফায়ার সার্ভিস সংলগ্ন জামিরতলা রাস্তায় নিষিদ্ধ ঘোষিত ইয়াবা ট্যাবলেট বিক্রয়কালে গোপন সংবাদের ভিত্তিতে লিটন মালিকে হাতে নাতে আটক করে পুলিশ। পুলিশের সামনেই তাৎক্ষনিকভাবে পলিথিনে মোড়ানো ইয়াবাগুলো সে গিলে ফেলে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার পেট ওয়াশ করে ৮ পিস ইয়াবা উদ্ধার করে।
সরকারি হাসপাতালের একজন কর্মচারী হয়েও অফিস চলাকালীন সময় কিভাবে সে ইয়াবা বিক্রয় করতে যায় এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ. এম জহিরুল ইসলাম জানান, ল্যাব এসিস্ট্যান্ট লিটন মালি নাস্তা খাওয়ার কথা বলে হাসাপাতালে গেটে যায়। তার পরে সে কি করেছে তা আমার জানা নেই।

বিভাগ: অন্যান্য,জাতীয়,বরিশাল বিভাগ,মিডিয়া,সারাদেশ