আজ- বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিক্ষার্থীদের ভিত শক্ত ও মজবুত করে গড়ে তুলতে হবে….গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রী, পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য শ. ম. রেজাউল করিম বলেন, বর্তমান বাংলাদেশ সরকার শিক্ষা বান্ধব সরকার। তাই বর্তমান বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বেশি রেখেছেন এই সরকার। শিক্ষাবিহিন জীবন হচ্ছে চন্দ্রহীন অন্ধকার আকাশ। তাই প্রাথমিক শিক্ষার্থীদের ভিত শক্ত ও মজবুত করে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। একজন শিক্ষার্থীকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার পিছনে শিক্ষকদের অবদান আছে। শিক্ষকদের প্রতি আহ্বান আপনার বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে মূল্যবোধ ও নৈতিকতার শিক্ষা দিবেন ও নিজের সন্তানের মতো করে খেয়াল করবেন। কষ্টার্জিত উপার্জনের জীবনে গৌরব থাকে। আমি শিক্ষক ও কন্ট্রাকটারের মধ্যে পার্থক্য দেখতে চাই। আমি চাই পিরোজপুর শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে পিরোজপুর যেনো একটি আধুনিক, সমৃদ্ধশালী ও শিক্ষিত জনপদে পরিনত হোক। নিজের সন্তানদের দিকে খেলাল রাখবেন এটা অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব। তিনি পিরোজপুরে সদর উপজেলা ও নেছারাবাদ উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়সমূহে প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শুক্রবার (৫ জুলাই ) সকালে সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পিরোজপুর ও নেছারাবাদ উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদীয়-১৯ আসনের সংরক্ষিত সংসদ সদস্য শেখ এ্যানী রহমান, জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মজিবুর রহমান খালেক, নেছারাবাদ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হক। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আসিফ মাহমুদ, নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার সরকার আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জেছের আলী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম বায়েজিদ হোসেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার, নেছারাবাদ উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত জয় প্রমুখ।অনুষ্ঠান শেষে পিরোজপুরে সদর উপজেলা ও নেছারাবাদ উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়সমূহে ১৭৪টি প্রজেক্টর ও ২২৯টি সাউন্ড সিস্টেম বিতরন করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন নাজমুল হাসান তুহিন। এর পরে মন্ত্রী পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা কৃষি আফিস আয়োজিত ২০১৮-১৯ অর্থ বছরে দক্ষিন- পশ্চিম অঞ্চলের ক্ষুদ্র চাষীদের জন্য কৃষি সহায়ক প্রকল্পের আওতায় কৃষদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরন করেন। এ সময় মন্ত্রী ভর্তুকি মুল্যে ১০টি ধান মাড়াই যন্ত্র এবং ১টি ধান কাটা যন্ত্র কৃষদের হাতে তুলে দেন।

বিভাগ: অন্যান্য,জাতীয়,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,রাজনীতি,সারাদেশ