আজ- মঙ্গলবার, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ইন্দুরকানী ছাত্রদের সাথে স্বেচ্ছাশ্রমে বিদ্যালয় মাঠ সমতল করলেন ইউএনও

ইন্দুরকানীতে দুপুরে বিরতির সময় ছাত্রদের সাথে স্বেচ্ছাশ্রমে বিদ্যালয়ের মাঠ সমতল করলেন ইউএনও। আর এ কাজের মাধ্যমে বিদ্যালয়ের ১৫ হাজারেরও বেশি টাকা সাশ্রয় করেন তারা। ইন্দুরকানী উপজেলা সদরের ইন্দুরকানী মেহেউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠ ড্রেজারের মাধ্যমে বালু দিয়ে ভরাট করা হলেও উচুনিচু থেকে যায়। মাঠটি সমতল করার জন্য পর্যাপ্ত শ্রমিক খুজে পাওয়া যাচ্ছিল না। সোমবার দুপুরের বিদ্যালয়ের বিরতি চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ এসে কোদাল দিয়ে নিজেই মাঠ সমতল করার কাজ শুরু করেন। সাথে সাথে কয়েক’শ ছাত্র ইউএনও’র সাথে কাজে যোগ দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “ এই কাজটি করার জন্য শ্রমিক খুজে পাচ্ছিলাম না। অথচ কত সহজে আমরা কাজটি করে ফেললাম। এভাবে আমাদের ছোটখাট কাজ আমরা নিজেরাই করতে পারি। এতে একদিকে যেমন অর্থের সাশ্রয় হয় অন্যদিকে কাজের আগ্রহও বাড়ে”।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,সারাদেশ