আজ- রবিবার, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরে কৃষকের ২শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বাড়ৈখালী গ্রামের এক কৃষকের প্রায় দুই শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভূক্তভোগী ওই কৃষক ইন্দুরকানী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ভূক্তভোগী পিরোজপুর সদর উপজেলার ঝনঝনিয়া গ্রামের ইউনুস সরদার জানান, তার বাবা নূরুজ্জামান সরদার স্থানীয় আবুল কালাম নামের এক ব্যক্তির কাছ থেকে ৭বছরের জন্য প্রায় ৪০শতাংশ জমি লিজ নেন। এরপর থেকে তিনি সেখানে বিগত ৩বছর ধরে কলা চাষ করছেন। হঠাৎ করেই বুধবার বিকেলে একই এলাকার নাসির আকন নামের এক ব্যক্তি তার বাগানের দুই শতাধিক কলা গাছ কেটে ফেললেন। কলাগাছ কাটার বিষয়ে জানতে গেলে তাদের সাথে খারাপ ব্যবহার করেন অভিযুক্ত নাসির বলে অভিযোগ করেন এই ভূক্তভোগী। কিছু দিনের মধ্যেই গাছগুলোতে কলা ধরত বলেও জানান এই কৃষক।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,সারাদেশ