আজ- মঙ্গলবার, ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

পিরোজপুরে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম

মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী এডভোকেট শ ম রেজাউল করিম (এমপি) তার নিজস্ব তহবিল থেকে পিরোজপুরে কর্মহীন মানুষে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। আজ বুধবার বেলা ১১টায় শহরের পুরাতন বাস স্ট্যান্ডে পিরোজপুর পৌরসভার দুই হাজার কর্মহীন মানুষের মাঝে চাল, ডাল, আলু, তেল ও চিড়া বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় মন্ত্রী বলেন করোনা সংকট মোকাবেলায় বিশে^র অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের প্রস্তুতি ভালো। বর্তমান সরকার ক্ষতিগ্রস্থ মানুষকে সহযোগীতা করার জন্য প্যাকেজ ঘোষণা করেছে যার মাধ্যমে আগামী তিন বছর দেশের মানুষকে সহযোগীতা করা হবে। সরকারের পাশাপাশি বিত্তবানদেরও সাধারণ মানুষের সহযোগীতায় এগিয়ে আশার আহবান জানান মন্ত্রী।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,রাজনীতি,সারাদেশ