আজ- শুক্রবার, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ইসরাইলের বর্বরোচিত হামলা নির্যাতন ও মুসলমানদের হত্যার এর প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পিরোজপুরে মসজিদুল আকসায় নামাযরত মুসল্লিদের উপরে হামলা ও ফিলিস্তিনি মুসলমানদের উপরে বর্বর ইসরাইলি নির্যাতন-নিপীড়ন ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুসল্লিরা। শুক্রবার আসর নামায শেষে পিরোজপুর কেন্দ্রিয় জামে মসজিদ থেকে ওলামা পরিষদের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রিয় জামে মসজিদ মোড়ে সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন, বলাকা ক্লাব মসজিদেও ইমাম মুফতি হাফিজুর রহমান, বাইতুশ সালাম মসজিদের ইমাম মুফতি আহসান উল্লাহ, কেন্দ্রিয় জামে মসজিদ এর ইমাম মুফতি নূরুল্লাহ, সদর হাসপাতাল জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল জলিল, পুরাতন জামে মসজিদের ইমাম মুফতি আনিসুর রহমান প্রমূখ।

ঘন্টাব্যাপী মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, মসজিদুল আকসায় নামাযরত মুসল্লিদের উপরে হামলা ও ফিলিস্তিনি মুসলমানদের উপরে বর্বর ইসরাইলি নির্যাতন-নিপীড়ন ও হত্যার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান। তারা বলেন জাতিসংঘও মুসলমান রক্ষায় কোন ভূমিকা রাখছে না। মুসলমান নিধন চলছে তখন বিশ্ব মোড়লরা নিরব। এ অবস্থায় বিশ্ব মুসলিম এক হওয়ার বিকল্প নেই। ফিলিস্তিনিদের উপর ইসরাইলীদের হামলা বন্ধ করতে হবে চিরতরে। আল-আকসা থেকে ইসরাইলের সবধরণের হস্তক্ষেপ বন্ধ করতে হবে। পবিত্র মসজিদটিতে যাতে মুসলমানরা নির্বিঘেœ ইবাদত বন্দেগি করতে পারেন সেটি করতে হবে নিশ্চিত। আন্তর্জাতিক আদালতে ইসরাইলের বিচার না হওয়ায় বার বার ইসরাইল ফিলিস্তিনি নিরীহ মুসলিমদের উপর গণহত্যা চালায়। আমাদের দেশের সরকার ইসরাইলের হামলার নিন্দা জানিয়ে ফিলিস্তিনের জন্য রাষ্ট্রীয় খরচে ওষুধ প্রেরণ করেছে। ফিলিস্তিনি নিরস্ত্র নিরিহ মুসলমানদের উপরে সকল প্রকার হামলা, মামলা, নির্যাতন বন্ধ করে পবিত্র আল আকসা মসজিদকে মুক্ত ঘোষনা করতে হবে।

এসময় পিরোজপুর শহরের কয়েক শতাধীক মুসল্লিরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহন করে।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,লাইফ স্টাইল,সারাদেশ