আজ- শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম রেজাউল করিম আজ পিরোজপুরে আসছেন

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি তিন দিনের সফরে আজ বুধবার পিরোজপুরে আসছেন। তিন দিনের সরকারী সফরে মন্ত্রী পিরোজপুর সদর, নাজিরপুর ও স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলার বিভিন্ন কমসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
কর্মসূচির মধ্যে রয়েছে বৃহস্পতিবার সকাল ১০টায় নাজিরপুর প্রেসক্লাবে বাংলাদেশ প্রেস ইনিষ্টিটিউট (পিআইবি)’র আয়োজনে সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্র্সের উদ্বোধন করবেন। সকালে পোনে ১১টায় পিরোজপুর হাউজিং প্রকল্পের প্রসপেক্টাস বিতরণ অনুষ্ঠান এবয় প্রেসব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান, সকাল ১১টায় পিরোজপুর সার্কিট হাউজে সাংবাদিকদের তিন দিনব্যাপী অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেবন।
এদিন বিকেলে মন্ত্রীর জ্যেষ্ঠ ভাই বিশিষ্ট মুক্তিযোদ্ধা মরহুম শেখ আবুল বাশারের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নাজিরপুরের তারাবুনিয়া গ্রামের বাড়ীতে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ গ্রহন করবেন।
শুক্রবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী নাজিরপুর উপজেলায় পরিবার পরিকল্পনা ভবন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, জীবগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন, দীর্ঘা শহীদ জননী মহিলা কলেজের আইসিটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। রাতে নাজিরপুরের আওয়ামী লীগ ও অংগ-সংগঠনের নেতৃবৃন্দের সাথে মন্ত্রী তার নিজ বাসভবনে মতবিনিময় সভা করবেন।
শনিবার সকালে স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলার কুহুদাসকাঠী প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার, স্বরূপকাঠী-ইন্দুরহাট ফেরী সার্র্ভিসের উদ্বোধন, পশ্চিম সোহাগদল শহীদ স্মৃতি বিএম কলেজের বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, শহীদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয় ভবন ও কৃষি ব্যাংক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এদিন বিকেলে মন্ত্রী বরিশাল থেকে বিমানে ঢাকা যাবেন।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,রাজনীতি,সারাদেশ