আজ- রবিবার, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পুস্পমাল্য অর্পণ আলোচনা সভা সহ বিভিন্ন সূচীর মধ্য দিয়ে পিরোজপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

নানা কর্মসূচীর মধ্য দিয়ে পিরোজপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে শহরের সিও অফিস মোড়ে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। এছাড়াও পুস্পমাল্য অর্পন করেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়াল, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী। এরপরে পর্যায়ক্রমে জেলা পরিষদ, স্বাস্থ্য বিভাগ, বিভিন্ন স্কুল কলেজ, আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুস্পমাল্য অর্পণ করেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে র্ভাচ্যুয়ালে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী এ্যাড. শ.ম.রেজাউল করিম এমপি, বিশেষ অতিথি হেসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়াল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মন্টু সিকদার, পৌর আওয়ামীলগের সভাপতি সাদউল্লাহ লিটন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুল ইসলাম লিটন সিকদার প্রমুখ। আলোচনা সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বড় পর্দায় সম্প্রচার করা হয়। এসময় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীতে ঐতিহাসিক ৭ মার্চের ভাষন প্রতিযোগীতা, শিশু কিশোরদের আবৃত্তি প্রতিযোগীতা, চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়।

 

 

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,ফিচার,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,রাজনীতি,শিক্ষাঙ্গন,সারাদেশ