আজ- বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পায়ে হেঁটে সারা বাংলাদেশ ঘুরেবেড়ানো ডা.বাবর আলী কে নিঝুমের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা


পায়ে হেঁটে সারা বাংলাদেশ ঘুরে বেড়ানোর এক অন্যন্য রেকর্ড গড়তে যাচ্ছেন ডা. বাবর আলী। পঞ্চগড় থেকে যাত্রা শুরু করে পায়ে হেঁটে সোমবারে তিনি পিরোজপুরে পৌঁছালে তাকে বিশিষ্ট ক্রিড়াবিদ আজমল হুদা নিঝুমের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট দেয়া হয়। ডা. বাবর আলী চট্রগামের হাটহাজারী উপজেলার নজুমিয়ার হাট গ্রামের লিয়াকত আলীর মেঝো পুত্র। ডা. বাবর আলী পায়ে হেঁটে সারা বাংলাদেশ ঘুরে দেখার জন্য পঞ্চগড় জেলা থেকে যাত্রা শুরু করে ৪৬ টি জেলা ঘুরে ৪৬ তম দিনে পিরোজপুরে এস পৌঁছালে তাকে শুভেচ্ছা জানান বিশিষ্ট ক্রিড়াবিদ আজমল হুদা নিঝুম ও জেলা হাসপাতালের কয়েকজন ডাক্তার
ডা. বাবর আলী বলেন, পায়ে হেঁটে সারা বাংলাদেশ ঘুরে বেড়ানো আমার নেশা তবে আমার মূল উদ্দিশ্য হলো মানুষ যেনো পলিথিন ও প্লাষ্টিক পাইপ সহ এসব জিনিস ব্যবহার করা বন্ধ কারর জন্য সচেতনতা সৃষ্টি করা। কারন পলিথিন ও প্লাষ্টিক সামগ্রী আমাদের অনেক ক্ষতি করে। তাই এ ব্যাপারে আলোড়ন সৃষ্টি করতে চাই এজন্যই সারাদেশে একা একা হেঁটে বেড়াই আর মানুষকে সচেতন করি। ৭০ দিনের মধ্যে ৬৫ টি জেলা পায়ে হেঁটে অতিক্রম করবেন বলেন জাননা তিনি।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,লাইফ স্টাইল,সারাদেশ