আজ- শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরের করোনা মোকাবেলায় সেনাবাহিনীর সদস্যদের শহরের বাজার ও বিভিন্ন স্থান পরিদর্শন

পিরোজপুরে করোনা ভাইরাস মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য শহরের বাজার পরিদর্শন ও সচেতনতার জন্য মাকিং করেছে সেনাবাহিনীর সদস্যরা। আজ শনিবার সকালে সদর উপজেলার বাজার ও শহরের বিভিন্ন স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বাজার পরিদর্শন ও সচেতনতার জন্য মাকিং করে সেনাবাহিনীর সদস্যরা।
বাজার সম্পূর্ন নিয়ন্ত্রণে রাখা নির্দেশিত দোকানপাট বন্ধ রাখা শহরের বিভিন্ন জায়জায় জমায়েত না করা সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য জেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও তৎপরতা রয়েছে।

জেলা প্রশাসক আবুআলী মো: সাজ্জাদ হোসেন জানান, বাজারের কয়েকটি দোকান বাদে সব দোকান বন্ধ ঘোষণা করা হয়েছে এবং বাজারে কোন পন্যের ঘাটতি নেই। জেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা বাজার ও শহরের বিভিন্ন স্থান পরিদর্শন করছে। এ পর্য়ন্ত প্রায় ৩৫০ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছে।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,সারাদেশ