আজ- শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরের বাদুরা ব্রিজের সংযোগ সড়কে ধস : পরিদর্শন শেষে ধ্রুত মেরামতের নির্দেশ জেলা প্রশাসকের

কয়েকদিন ধরে টানা ভারি বর্ষনে পিরোজপুরের সদর উপজেলার বাদুরা ব্রিজের দুই পাশের সংযোগ সড়কে কিছু স্থানে ধস হয়েছে। সোমবার বিষয়টি জেলা প্রশাসনের নজড়ে আসার সাথে সাথেই পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ সময় তিনি বাদুরা ব্রিজের সংযোগ সড়কের ভাঙ্গনের কারণে বাদুরা প্রান্তের যে সকল বাসিন্দারের ক্ষতি হবার সম্ভবনা আছে তাদের দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার জন্য বলেন। এছাড়া ব্রিজের পাড়েরহাট প্রান্তে সংযোগ সড়ক ভাঙ্গনের কারনে জেলা প্রশাসন থেকে তৈরি করা আশ্রয়ন প্রকল্পের ঘরের ক্ষতির সম্ভবনা থাকায় অতিদ্রুত স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগের কর্মকর্তাদের এই সংযোগ সড়কটি মেরামতের জন্য ব্যবস্থা গ্রহণের জন্য বলেন।

এ ছাড়াও জেলা প্রশাসক টানা বর্ষণের ফলে প্লাবিত নিন্মাঞ্চলের মানুষদের খোঁজ খবর নিতে বিভিন্ন উপজেলায় পরিদর্শন করেন। তিনি মঠবাড়িয়া ও ভান্ডারিয়ার আবাসনের মানুষদের ও শিশুদের খোঁজ নেন। এছাড়াও মঠবাড়িয়ার মাঝরচর এলাকার মানুষদের সার্বক্ষনিক খোঁজ রাখার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,ফিচার,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,লাইফ স্টাইল,শিক্ষাঙ্গন,সারাদেশ