আজ- মঙ্গলবার, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরে জাল টাকা ব্যবসায়ীকে ১৪ বছরের কারাদন্ড

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় জাকির হোসেন হাওলাদার নামের এক জাট টাকার ব্যবসায়ীকে ১৪ বছরের সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। আজ রোববার দুপুরে পিরোজপুরের স্পেশাল ট্রাইব্যুনাল নং-২ আদালতের বিচারক এস এম নুরুল ইসলাম এ আদেশ দেন। আদালতের বিচারক এ সময় আসামীকে আরো ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারদন্ডাদেশ প্রদান করেন।

দন্তপ্রাপ্ত আসামী জাকির হোসেন হাওলাদার (৪০) জেলার ভান্ডারিয়া উপজেলার ইকরি গ্রামের মৃত মোনাজ উদ্দিন হাওলাদারের পুত্র।

মামলার নথীসূত্রে জানাযায়, ২০১৬ সালের ২৯ নভেম্বর ভান্ডারিয়া থানার পুলিশ ইকরি বাজার থেকে জাল টাকা ক্রয়-বিক্রয়ের সময়ে আসামী জাকির হোসেন হাওলাদারকে আটক করে। পরে জাকির হোসেনের দেয়া তথ্য মতে তার বাড়িতে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ জাকির কে আসামী করে থানায় মামলা দায়ের করে এবং মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১৭ সালের ১৪ মে জাকির হোসেন হাওলাদারকে অভিযুক্ত করে মামলার চার্জশীট দেন। এ মামলায় সাক্ষীর সাক্ষ্য শেষে আদালতের বিচারক আজ আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

 

 

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,লাইফ স্টাইল,সারাদেশ