আজ- শুক্রবার, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মত বিনিময় সভা

পিরোজপুরে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভার সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো: সাইদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল থান্দার খায়রুল হাসান, পিরোজপুর প্রেসক্লাবের এডহক কমিটির আহবায়ক গৌতম নারায়ন রায় চৌধুরী, সাবেক সভাপতি মাহামুদ হোসেন, সাবেক সভাপতি মুনিরুজ্জামান নাসিম, সাবেক সভাপতি শফিউল হক মিঠু, সাবেক আহবায়ক জিয়াউল আহসান, সাংবাদিক পিরোজপুর প্রেসক্লাবের এডহক কমিটির সদস্য সচিব রেজাউল ইসলাম শামীম, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সাংবাদিক এম এ রব্বানী ফিরোজ, সাবেক সহ সভাপতি খালিদ আবু, সাবেক সাধারণ সম্পাদক শিরিনা আফরোজ, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বিপ্লব, সাংবাদিক খেলাফত হোসেন খসরু সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সকল সায়বাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সকল সায়বাদিকদের আলোচনায় জেলার বিভিন্ন সমস্যা প্রসংঙ্গে পুলিশ সুপার বলেন মাদক, ইপ্রিজিং সহ সকল প্রকার সমস্যার সমাধান কাজ করছে জেলা পুলিশ। পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ের খোঁজ নেন। এছাড়া পুলিশ যাতে সুষ্ঠভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেন এজন্য সাংবাদিকদের সার্বিক সহযোগীতা কামনা করেন।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,ফিচার,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,সারাদেশ