আজ- শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মাছ ধরাকে কেন্দ্র করে ভাই ভাই সংঘর্ষে আহত ৪

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে জাল পাতাকে কেন্দ্র করে সংর্ঘষে আহতর ৪ জন আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে সদর উপজেলার ৭ নং শংকর পাশা ইউনিয়নের বাদোখালী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. জা. মো. মাসুদুজ্জামান মিলু।

আহতরা হলেন মৃত হোসেন আলী আকন এর পুত্র হায়দার আকন (৬৫), হারেস আকন (৫০), হায়দার এর পুত্র রাব্বি আকন (১৯), হারেস এর পুত্র মারুফ আকন (১৪)।

স্থানীয় ও আহতের সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে সদর উপজেলার বাদোখালী গ্রামে আপন দুই ভাইয়ের মধ্যে মাছ ধরার জাল পাতাকে কেন্দ্র করে দ্বন্দ চলে আসছিল। বুধবার সকালে মৃত হোসেন আলী আকন এর দুই পুত্র হায়দার আকনকে তার ছোট ভাই হারেস আকন জালের বিষয়ে জিজ্ঞাসা করলে সে নিয়ে তর্কের এক পর্যায়ে গাছ কাটা দা দিয়ে দুই ভাই একে অপরকে কুপিয়ে আহত করে। দুই ভাইয়ের দ্বন্দ ঠেকাতে গিয়ে তাদের ২ ছেলে আহত হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের গুরুতর আহত অবস্থায় পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসেন।

ডপরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তন্ময় মজুমদার জানান, চার জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি ৩ জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে ভর্তি কার হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. জা. মো. মাসুদুজ্জামান মিলু জানান, দুই ভাইয়ের মধ্যে জাল নিয়ে দ্বন্দের এক পর্যায়ে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,ফিচার,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,লাইফ স্টাইল,সারাদেশ