আজ- বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নেছারাবাদে কর্মহীন মানুষের মাঝে সেবাবাহিনীর ত্রাণ বিতরণ

পিরোজপুরের নেছারাবাদে লকডাউনে আটকে পড়া কর্মহীন মানুষের মাঝে ত্রান বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। লকডাউনে ক্ষতিগ্রস্থ বিভিন্ন দোকানিদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর ইউনিট ২৬ হর্স ওই ত্রান বিতরন করেন। আজ বুধবার সকালে মেজর শেখ মো: মুরাদ হোসেনের নেতৃত্বে সেনা সদস্যর একটি দল কর্মহীনদের বাড়ি বাড়ি গিয়ে চাল,ডাল, তেল,লবন আটা(প্যাকেটজাত) ত্রান তুলে দেন।

এসময় সাথে ছিলেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো: মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।

মেজর শেখ মো: মুরাদ হোসেনের জানান, দেশে করোনা ভাইরাসের সংক্রমন নিয়ন্ত্রনে পিরোজপুর জেলা শহর সহ বিভিন্ন উপজেলায় ১লা জুলাই ২০২১ থেকে সেনাবাহিনী মোতায়ন করা হয়েছে। অপারেশন ‘কোভিড শিল্ড’ এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাধিক ডিভিশনের অধীনস্থ ২৬ হর্স গত বছরের মত এ বছরও সাধারন মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সতর্কতামুলক টহল পরিচালনা করছে। দেশের এই দুর্যোগের দিনে প্রতিবারের মত দেশের দু:স্থ মানুষের পাশে দাড়ানোর জন্য এবারও এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী। তারই অংশ হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীর ইউনিট ২৬ হর্স পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায় দলটি নিজেদের রেশনের একটি বড় অংশ বাড়ি বাড়ি গিয়ে লক ডাউনে আটকে পড়া অসহায় মানুষদের মধ্য বিতরণ করছে।

 

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,ফিচার,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,সারাদেশ