আজ- শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সিরিজ জয়ের আনন্দে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে পিরোজপুরে বিজয় মিছিল

অষ্টেলিয়ার বিপক্ষো টিটুয়েন্টি সিরিজ জয়ের আনন্দে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে পিরোজপুরে বিজয় মিছিল করা হয়েছে। আজ বুধবার সকাল ১১ টায় শহরের পোষ্ট অফিস রোড় থেকে পিরোজপুর ক্রিকেট একাডেমীর প্রতিষ্ঠাতা আজমল হুদা নিঝুমের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানানো বিজয় মিছিলে জেলার ক্রিকেট প্রেমী খেলোয়ার, সমর্থক, শিক্ষার্থী সহ সকল স্তরের ক্রিড়া অনুরাগী মানুষের উৎসাছ ছিলো চোখে পড়ার মত। এসময় বিজয়ের আনন্দে স্লোগানে স্লোগানে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন তাহসান আহম্মেদ শাহিল, সাইমুন শাকিব, আহাদুজ্জামান অমি, আবিদ, অনিক, আসিফ সহ আরো অনেকে।

পিরোজপুর ক্রিকেট একাডেমীর প্রতিষ্ঠাতা আজমল হুদা নিঝুম জানান, বাংলাদেশ ক্রিকেট দলের যে কোন বিজয়ে আমরা পিরোজপুর ক্রিকেট প্রেমীরা প্রত্যেক বিজয়েই বিজয় মিছিল করে থাকি কিন্ত লকডাউন থাকার কারনে আমরা দেরিতে হলেও সবাই মিলে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছি। ক্রিকেট প্রেমী সকল খেলোয়ার, সমর্থক ও শিক্ষার্থীদের অনুরোধেই আজকের আমরা বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে পিরোজপুরে বিজয় মিছিলে অংশগ্রহন করেছি। ঝিমিয়ে পড়া শিক্ষার্থীদের খেলার মাঠে ফিরিয়ে নিতে তাদেও মধ্যে বাংলাদেশের প্রতি বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি ভালোবাসা অটুট রাখতে আমাদের এ বিজয় মিছিল।

প্রসঙ্গত, ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে জয় পেয়েছে বংলাদেশ। এ সিরিজে ম্যান অব দ্যা সিরিজ হয়েছেন সাকিব আল হাসান।

বিভাগ: অন্যান্য,খেলার খবর,জাতীয়,টপ নিউজ,ফিচার,বরিশাল বিভাগ,বিনোদন,ব্রেকিং নিউজ,মিডিয়া,লাইফ স্টাইল,সারাদেশ