আজ- বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বাধীনতা লাভে যুবলীগের অগ্রানী ভূমিকা ছিলো ……………জিয়াউল আহসান গাজী

স্বাধীনতা লাভে যুবলীগের অগ্রানী ভূমিকা ছিলো, আওয়ামীলীগ ক্ষমতায় আসার পিছনে যুবলীগের ভূমিকা ছিলো অপরসিম। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার মাধ্যমে একসাথে কাজ করতে হবে। মনে রাখবেন দলের কর্মী হলেই নেতা হবেন, ব্যাক্তির কর্মী হলে নেতা হওয়া যায় না। আপনাদের আদর্শবান হতে হবে। অন্যায় অত্যাচার ও নির্যাতনকারীর কোন ছাড় নাই। অবশ্যই সৎও যোগ্য ব্যাক্তি হলে বিজয় নিশ্চিত। দূর্ণীতি মাদক ইভটিজিং থেকে বিরত থাকুন। তিনি সোমবার বিকালে নাজিরপুরের শ্রীরামকাঠী ইউ জে কে মাধ্যমিক বিদ্যালয় মাঠে শ্রীরামকাঠী ইউনিয়ন যুবলীগের আয়োজনে এ ত্রি-বার্ষিক সম্মেলনের অনুষ্ঠিত প্রধান অতিথির বক্তেব্যে এ কথা বলেন। সম্মেলনের উদ্বোধন করেন এম খোকন কাজী। শ্রীরামকাঠী ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু তালেব শেখের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাজিরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাজিরপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ ফারক হোসেন হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আতিয়ার রহমান চৌধুরী নান্নু, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাদশা হাওলাদার, নাজিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, নাজিরপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান তুহিন, নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মোঃ অহিদুজ্জামান চৌধুরী বাবুল, শ্রীরামকাঠী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাজু। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রীরামকাঠী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান মৃধা, জেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, নাজিরপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি নাজমুল হুদা স্বপন, ফারুক হোসেন হাওলাদার, নাজিরপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নাঈম হাওলাদার, শ্রীরামকাঠী ইউনিয়ন যুবলীগ নেতা মিজানুর রহমান মিঠু, নুর আলম প্রিয়াঙ্কা প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন এস এম রোকনুজ্জামান রোকন।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,ফিচার,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,রাজনীতি,সারাদেশ