আজ- শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ইন্দুরকানীতে ত্রাণের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

পিরোজপুরের ইন্দুরকানীতে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণকৃত চালে পরিমানে কম দেয়ার অভিযোগ উঠেছে। বুধবার উপজেলার খাদ্যগুদাম থেকে এক জন প্রতি দশ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও সাত থেকে সাড়ে আট কেজি করে চাল বিতরণ করা হয়। এসময় ট্যাগ অফিসারের দায়িত্বে থাকা উপজেলা পল্লী দারিদ্র উন্নয়ন বোর্ডের অফিস সহকারি মনিরুল ইসলাম (নাসির খান) পরিমানে কম চাল দেয়ার বিষয়ে কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি।

চাল কম দেয়ার কারন জনতে চাইলে মনিরুল ইসলাম (নাসির খান) জানান, আমরা সঠিক মাপে চাল দিতে বলি। তারপরেও কম দিলে আমার কি করার আছে? একটু কম বেশি তো হতেই পারে।’

ভুক্তভোগী অনেকেই বলেন, দশকেজি চাল দেওয়ার কথা থাকলেও দিতেছে সাড়ে সাত কেজি। সবারই একই অবস্থা দেখা যাচ্ছে। কেউই দশ কেজি চাল পায়নি। তবে চাল কম দেয়ার অভিযোগ পেয়ে সরেজমিনে গিয়ে একাধিক ব্যক্তির চালের ব্যাগ মেপে ঘটনার সত্যতা পাওয়া যায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ জানান, চালের পরিমানে কম দেয়ার কোন কারন নেই। যদি কেউ পরিমানে দিয়ে থাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,সারাদেশ