আজ- সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুর জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি বিমল চন্দ্র মন্ডল ও গোপাল চন্দ্র বসুকে পদ থেকে বহিষ্কার

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক গোপাল বসুর বিরুদ্ধে সংগঠন বিরোধী অভিযোগ পাওয়া তাকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি জে. এল. ভৌমিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে জানা যায়, পূজা উদযাপন পরিষদ মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি পরিতোষ ব্যাপারীর বিরুদ্ধে সংগঠন বিরোধী কার্যক্রমের অভিযোগ পাওয়া যায়। তারপরে গত ৬ জানুয়ারী সেই অভিযোগ থাকা সত্বেও সেই পরিতোষ ব্যাপারীকে সভাপতি করে কমিটি দেয়া হয় জেলা কমিটি থেকে। তবে জেলা কমিটির সভাপতি বিমল চন্দ্র মন্ডল এই কাজের জন্য ক্ষমা চাইলেও সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র বসু তার এই কাজের কথা অস্বীকার করেছেন। তাই সভাপতি বিমল চন্দ্র মন্ডল ও গোপাল চন্দ্র বসুকে পদ থেকে বহিষ্কার করে কমিটি বিলুপ্ত ঘোষনা করে কেন্দ্রীয় কমিটি।

আবার সেই কমিটির ১ম সহ-সভাপতি সুখরঞ্জন ব্যাপারীকে ভারপ্রাপ্ত সভাপতি ও ১ম যুগ্ম সাধারণ সম্পাদক দোলা গুহকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,রাজনীতি,সারাদেশ