আজ- শুক্রবার, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে ইন্দুরকানী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের মানববন্ধন

২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী মৌলবাদী জঙ্গি সংগঠন জেএমবি কর্ত়ৃক একযোগে দেশের ৬৩ জেলার ৪৩৪ স্থানে বোমা হামলা চালানোর প্রতিবাদ ও দোষীদের বিচার কার্যকর করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে ইন্দুরকানী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। শোকাবহ আগস্টের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১৭ আগস্ট মঙ্গলবার বেলা ১১ টায় ইন্দুরকানী উপজেলা পরিষদ এর সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এম ওবায়দুল্লাহর সভাপতিত্বে উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,সহ সভাপতি তরিকুল ইসলাম তারেক,শচীন রায়,যুগ্ন সাধারণ সম্পাদক বাবু মিল্টন মন্ডল,সাংগঠনিক সম্পাদক মো সবুজ খান,প্রচার সম্পাদক মেহেদি হাচান, দপ্তর সম্পাদক জিসান সিকদার, কৃষি বিষায়ক সম্পাদক সোহাগ মাতুব্বর,মুক্তিযুদ্ধ বিষায়ক সম্পাদক বাবু শিশির বালি,বন পরিবেশ সম্পাদক রমিজ হাওলাদার, ইন্দুরকানী সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এনামুল হাওলাদার,যুগ্ন-আহবায়ক বিল্পব সিকদার, মিজান ফকির,নাইম হাওলাদার,নয়ন হাওলাদার, বালিপারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আসাদুজ্জামান বাচ্চু হাওলাদার,যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান বাবু,শওকত খান,পওাশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আলমগীর হোসেন,যুগ্ন আহবায়ক রিয়াজ হাওলাদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার ভয়াল দিন। ২০০৫ সালের এই দিনে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের পৃষ্ঠপোষকতায় মৌলবাদী জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) একযোগে ৬৩ জেলায় ৪৩৪ স্থানে বোমা বিস্ফোরণ ঘটায়।সিরিজ বোমা হামলাকারীদের বিচার ও জাতির পিতা হত্যার দন্ডপ্রাপ্ত পলাতক আসামীদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার জোরালো দাবি জানান তারা।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,রাজনীতি,সারাদেশ